ট্রেন চলবে, যাত্রীরা চাইলে টিকিট ফেরত দিতে পারবেন: রেল সচিব

ট্রেন চলবে, যাত্রীরা চাইলে টিকিট ফেরত দিতে পারবেন: রেল সচিব

শিডিউল বিপর্যয়ের মধ্যেই ট্রেন চলবে, যাত্রীরা চাইলে টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।

শনিবার দুপুরে সাংবাদিকদের একথা বলেন রেল সচিব।

এর আগে কমলাপুর স্টেশন থেকে যেসব ট্রেন বিলম্বে ছেড়ে যাবে, সেসব ট্রেনের তালিকা দিয়েছেন রেল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ কমলাপুর স্টেশন থেকে পশ্চিমাঞ্চলের অধিকাংশ ট্রেন দেরিতে ছাড়বে। বেলা সোয়া ১১টার ‘লালমনিরহাট ঈদ স্পেশাল’ ট্রেন ১০ ঘণ্টা দেরিতে রাত সোয়া ৭ টায় ঢাকা ছাড়বে। আট ঘণ্টা দেরি করবে ‘রংপুর এক্সপ্রেস’। সকাল ৯টার এই ট্রেনটি বিকেল পাঁচটায় কমলাপুর ছাড়বে।

সকাল আটটার চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ আট ঘণ্টা দেরিতে বিকেল চারটায় ছাড়বে। রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনটি সকাল সাড়ে ৬টার পরিবর্তে ছয় ঘণ্টা দেরিতে দুপুর সাড়ে ১২টায় ছাড়বে। খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ পাঁচ ঘণ্টা দেরিতে বেলা ১১টা ২০ মিনিটে ছাড়বে। এছাড়াও পশ্চিমাঞ্চলগামী কয়েকটি ট্রেন এক ঘণ্টার কম বিলম্বে ছাড়বে।তবে এ সময় পরিবর্তনও হতে পারে।