ঈদুল আজহা পালিত

ঈদুল আজহা পালিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের মুসলিমরা সোমবার পালন করেছে তাদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

সকালে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহ ময়দান ও মসজিদে নামাজ আদায় এবং স্রষ্টার কাছে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। 

ঈমানের পরীক্ষায় নবী হযরত ইব্রাহিমের (আ.) উত্তীর্ণ হওয়ার স্মরণে সচ্ছল মুসলিমরা পশু কোরবানি দেন।

ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, এ দিনে নবী ইব্রাহিম (আ.) মহান আল্লাহর নির্দেশে তার ছেলে ইসমাইলকে (আ.) কোরবানি দিতে যান। কিন্তু তার আগেই আল্লাহ এ নিয়ত কবুল করে নেন এবং তার কুদরতে ইসমাইলের (আ.) জায়গায় একটি দুম্বা কোরবানির জন্য পাঠিয়ে দেন।

অন্যান্য বছরের মতো দেশের সবচেয়ে বড় দুই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া এবং দিনাজপুরের গোড়-এ শহীদ ময়দানে।

ঢাকায় সবচেয়ে বড় জামাত ছিল জাতীয় ঈদগাহে। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ সর্বস্তরের মানুষের সাথে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন এলাকাতেও জামাতের আয়োজন করা হয়।

শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ে দেশব্যাপী নিরাপত্তা বাহিনীগুলো পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে।

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।

শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ‘ঈদ মোবারক’ লেখা ব্যানারে সজ্জিত করা হয়েছে।

কারাগার, হাসপাতাল, সরকারি শিশু কেন্দ্র, ছোটমনি নিবাস ও আশ্রয় কেন্দ্রগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে।