ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে আজ আসছেন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে আজ আসছেন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর জয়শঙ্করের এটাই প্রথম বাংলাদেশ সফর। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে তিনি একাধিকবার ঢাকা এসেছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমান রাত ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। আগামীকাল দুই পররাষ্ট্রমন্ত্রী দুইপক্ষীয় বৈঠকে করবেন। বৈঠকে কানেক্টিভিটি, রোহিঙ্গা সঙ্কট এবং দীর্ঘ দিনের অমীমাংসিত তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির বণ্টনসহ সার্বিক দুইপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে দিল্লি যাচ্ছেন। শীর্ষ পর্যায়ের এই সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর জয়শঙ্করের সাথে ড. মোমেনের প্রথম বৈঠক হয় গত ১৪ জুন তাজিকিস্তানে সিকা সম্মেলন চলাকালে। এ সময়ে তস্তার পানি বণ্টন চুক্তি সই ও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে ড. মোমেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের সক্রিয় সমর্থন ও সহযোগিতা কামনা করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সদ্ভাব ও সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পরিণত সংবেদনশীলতা প্রদর্শন করেছে।

এরপর গত ২ আগস্ট থাইল্যান্ডে আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) সম্মেলন চলাকালেও জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন ড. মোমেন। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে চমৎকার বৈঠক হলো। খুব শিগগিরই ঢাকা সফরে যাচ্ছি। কেননা, প্রতিবেশী সবার আগে।’

এমজে/