১০ লাখ রোহিঙ্গার থাকার জায়গা হলো, আমাদের থাকার যায়গা কোথায়?

১০ লাখ রোহিঙ্গার থাকার জায়গা হলো, আমাদের থাকার যায়গা কোথায়?

রাজধানীর মিরপুরের রূপনগরে পুড়ে যাওয়া চলন্তিকা বস্তির আশ্রয়হীন বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। অগ্নিকাণ্ডের দু’দিন পার হয়ে গেলেও থাকার স্থায়ী কোনো জায়গা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা।

সোমবার দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বস্তি পরিদর্শনে গেলে তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

পরে হঠাৎ করেই তারা রাস্তায় অবস্থান নেন। এ সময় ব্যানার ফেস্টুন নিয়ে ক্ষোভ প্রকাশ করে আশ্রয়হীন বাসিন্দারা। প্রশ্ন রাখেন, ১০ লাখ রোহিঙ্গার জায়গা হলো, আমাদের থাকার জায়গা কোথায়?

তবে কিছুক্ষণের মধ্যেই সড়ক ছেড়ে দেন তারা। পরে পাশে থাকা ঢাকা উত্তরের ৬নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এমআই