কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ছাত্রকে কুপিয়ে জখম

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ছাত্রকে কুপিয়ে জখম

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে প্রিতম রায় পিতুল (২০) নামে এক সাবেক ছাত্র সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর রানীর দিঘিরপাড় ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিক ক্যাম্পাসে এ হামলার শিকার হন তিনি।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে পিতুলকে।

অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে ঢামেক সূত্র।

আহত পিতুল রায় কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক জিএস সঞ্জয় রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী বন্ধুদের বরাত দিয়ে পিতুলের বাবা সঞ্জয় রায় জানান, পুরনো ক্যাম্পাসে ঘুরতে সন্ধ্যায় ভিক্টোরিয়া কলেজে বন্ধুদের সঙ্গে যান পিতুল। সেখানে কলেজের উচ্চ মাধ্যমিক ক্যাম্পাসে গেলে কয়েকজন মুখোশধারী অস্ত্র হাতে এসে তার হাত এবং পায়ের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

হামলার পর বন্ধুরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখলে পরে চিকিৎসকদের পরামর্শে পিতুলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন স্বজনরা।

কে বা কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে আপতত কিছুই বলতে পারেননি সঞ্জয় রায়।

কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, এক কলেজছাত্রকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে কুপিয়ে জখম করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় এখনও আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

তবে হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে। হামলার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়ার বাসিন্দা পিতুল রায়। বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তিনি।

এমজে/