ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৫৯৭ জন: স্বাস্থ্য অধিদফতর

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৫৯৭ জন: স্বাস্থ্য অধিদফতর

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ১৫৯৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে আক্রান্ত ৭৬১ জন, অন্যান্য বিভাগে ৮৩৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা সারা দেশেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এডিস মশার বংশবিস্তারের অনুকূল আবহাওয়া এবং ‘পিক টাইমে’ ডেঙ্গু পরিস্থিতি ঝুঁকিপূর্ণ সময় পার করছে। আগস্ট মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রতি বছরই বৃদ্ধি পায়।

এমআই