ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বিহারীদের বাধা

ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বিহারীদের বাধা

রাজধানীর মিরপুর-১১’র বিহারি ক্যাম্পে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে বিক্ষুব্ধ বিহারীরা। বিপুল সংখ্যক বিহারীদের বাধায় উচ্ছেদ অভিযান সফল হয়নি। বিহারীরা অভিযোগ করেছেন, বিনা নোটিশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই উচ্ছেদ অভিযান চালানোর চেষ্টা করেছে।

সোমবার মিরপুরের ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর লাইনে বিহারী ক্যাম্পে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ডিএনসিসি উচ্ছেদ অভিযান চালানোর চেষ্টা করে। তখন হাজার হাজার বিহারি রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে। ইউএসপিওয়াইআরএম’র সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু, সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সভাপতি মোস্তাক আহমেদসহ হাজার হাজার বিহারীরা বুলডোজারে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রেজা খান জানান, ডিএনসিসির মোবাইল কোর্ট বিহারী ক্যাম্প উচ্ছেদ করতে চাইলে আমরা বাধা দিয়েছি। আমারা তাদের আদালতের আদেশের কপি দেখিয়েছি। এক পর্যায়ে তারা উচ্ছেদ অভিযান থামাতে বাধ্য হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, মিরপুর ১০ নম্বর রোডের কয়েকটি বাড়ি উচ্ছেদ করেছি।

তবে বিহারীদের এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে যাননি বলে জানান তিনি।

এমজে/