সুনামগঞ্জে বিয়ের নিমন্ত্রণ খেয়ে বর-কনেসহ অসুস্থ ৪০

সুনামগঞ্জে বিয়ের নিমন্ত্রণ খেয়ে বর-কনেসহ অসুস্থ ৪০

সুনামগঞ্জ সদর উপজেলার সাদকপুর গ্রামে বিয়ের নিমন্ত্রণ খেয়ে বর-কনেসহ ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে পেটের পিড়ায় আক্রান্ত হয়েছেন তারা।

সাদকপুর গ্রামের পুতুল দাসের মেয়ের বিয়েতে নিমন্ত্রণ খান এসব অতিথিরা। এর পর থেকে ৪০ জন পেটের পিড়ায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জ সদর হাসপতালে ভর্তি হয়েছেন। অসুস্থদের বেশিরভাগই কনেপক্ষের। বরপক্ষের কতজন অসুস্থ হয়েছেন সেই হিসেব পাওয়া যায়নি।

গুরুতর অসুস্থ দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- সাদকপুর গ্রামের বৃষ্টি রাণী দাস (১৮) ও চন্দ্রা রাণী দাস (৪৫)। বর মিহীর দাস ও কনে চন্দনা রাণী দাস অসুস্থ হয়ে হাসপতালে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টার দিকে এ রিপোর্ট লেখার সময় নিমন্ত্রণ খেয়ে অসুস্থ দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বেড না পেয়ে অনেককেই ফ্লোরে চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থের সংখ্যা আরো বাড়তে পারে বলে জনিয়েছেন সংশ্লিষ্টরা।

অসুস্থ রামেশ্বরপুর গ্রামের আশিকুর রহমান বলেন, বুধবার রাতে বিয়ের দাওয়াত খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ওঠে দেখি পেটে ব্যাথা ও পাতলা পায়খানা হচ্ছে। সারাদিন বাড়িতে ছিলাম।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে অবস্থার অবণতি হলে আমাকে হাপাতালে ভর্তি করানো হয়।

তিনি আরো বলেন, হাসপাতালে এসে দেখি আরো অনেকে বিয়ে খেয়ে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিসৎক সালাহউদ্দিন বলেন, বিয়ের নিমন্ত্রণ খেয়ে বর-কনেসহ ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাদ্যে বিষক্রিয়ার কারণে পেটের পিড়ায় আক্রান্ত হয়েছেন তারা।

তিনি আরো জানান, গুরুতর অসুস্থ দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমজে/