বগুড়ায় ১০ বস্তা ছেড়া টাকা উদ্ধার

বগুড়ায় ১০ বস্তা ছেড়া টাকা উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে একটি বিলের পানি ও তীর থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ নষ্ট টাকার নোট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে লোকমুখে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশের ওসি আজিমুদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল শাজাহানপুর উপজেলার খাউড়ার ব্রিজ সংলগ্ন বাগবাড়ী রোডের পাশে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১০ বস্তা টাকা উদ্ধার করা হয়। এ বস্তার টাকাগুলো মেশিনে টুকরা টুকরা করে কাটা হয়েছে। পুলিশ দুপুর ১টা পর্যন্ত বস্তার টুকরা নোটগুলো জব্দ করছিল।

বাংলাদেশ ব্যাংক বগুড়ার শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্যাংকিং) সরকার আল ইমরান জানান, পার্চিং করা টাকা আগে পুড়িয়ে ফেলা হতো। কিন্তু পরিবেশ দুষণের কারণে টাকাগুলো কুচিকুটি করে ময়লা হিসেবে পৌরসভার মাধ্যমে বস্তায় কলে বিলে ফেলে দেয়া হয়।

এ ব্যাপারে শাজাহানপুর থানা পুলিশের ওসি আজিমুদ্দিন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নষ্ট নোট মেশিনে টুকরা টুকরা করে বস্তাভর্তি করে ফেলা দেয়া হয়েছে। তবে নিশ্চিত হতে তদন্ত চলছে।

এমজে/