বিসিবির পরিচালক লোকমান হোসেনকে ২ দিনের রিমান্ড

বিসিবির পরিচালক লোকমান হোসেনকে ২ দিনের রিমান্ড

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে মাদক মামলায় ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে থানা থেকে পুলিশের একটি জিপে করে লোকমান হোসেনকে মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়। গতকাল রাতেই তাকে র‌্যাব-২ থেকে তেজগাঁও থানায় হস্তান্তরের পর অবৈধভাবে বিদেশি মদ রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

গত বুধবার রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাসা থেকে মদ জব্দ করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে বিসিবি পরিচালক জানিয়েছেন, ক্যাসিনো ব্যবসায় ৪১ কোটি টাকা আয় করেছেন তিনি। এ টাকা অস্ট্রেলিয়ার দু’টি ব্যাংকে গচ্ছিত রেখেছেন বলেও জানিয়েছেন লোকমান হোসেন।

এমআই