আজ থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ হচ্ছে

আজ থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ হচ্ছে

আজ বুধবার থেকে ২২ দিনের জন্য বন্ধ হচ্ছে ইলিশ ধরা। মা ইলিশ রক্ষায় এই নিশেধাজ্ঞা।এরই অংশ হিসেবে গতকাল সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে নৌপুলিশ।

নিষেধাজ্ঞা চলাকালীন নদীতে জাল ফেলা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহবান জানানো হয়।

এসময় চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকীসহ নৌ-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বছর নিষেধাজ্ঞার সময়েও লৌহজং ও আশপাশের এলাকায় পদ্মায় ইলিশ ধরা মহোৎসব রূপ পায়। প্রশাসন ও পুলিশের কিছু সদস্যকে ম্যানেজ করে বাধাহীনভাবে চলে এ কর্মযজ্ঞ। অর্থের বিনিময়ে জেলেরা অভিযানের খবর আগেই জেনে যেত বলে অভিযোগ আছে। এবারও জেলেরা একই পন্থা অনুসরণের চেষ্টা করছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

এমআই