আবরার হত্যা: শেরে বাংলা হলের প্রভোস্টের পদত্যাগ

আবরার হত্যা: শেরে বাংলা হলের প্রভোস্টের পদত্যাগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাফর ইকবাল পদত্যাগ করেছেন। এই হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনে নিহত আবরার ফাহাদ।

ড. জাফর ইকবাল নিজের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বুয়েটের ৩০০ শিক্ষকের বৈঠকের পর বিক্ষোভরত শিক্ষার্থীদের সামনে এসে এ ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। রবিবার মধ্যরাতে বুয়েটের শেরে বাংলা হলের নিচতলা ও দোতলার মাঝামাঝি সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার বুয়েট ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

এমজে/