ড. মুহাম্মদ ইউনূসকে গ্রেফতার করতে পরোয়ানা জারি

ড. মুহাম্মদ ইউনূসকে গ্রেফতার করতে পরোয়ানা জারি

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করেছেন আদালত।

প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুত করার অভিযোগে ৩ মামলায় বুধবার (৯ অক্টোবর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।

আদালতের পেশকার নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন ৩টি মামলায় ড. ইউনূসের সমনের জবাব দেওয়ার দিন ঠিক করা ছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি।

এ নোবেল বিজয়ীর পক্ষে আইনজীবী রাজু আহম্মেদ আদালতকে বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তিনি ব্যবসার কাজে দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে আদালতে হাজির হবেন। যদিও তিনি দেশের বাইরে থাকায় আমাকে ক্ষমতা দেননি; তারপরও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি না করতে অনুরোধ করছি।

এ মামলার বাদী প্রস্তাবিত গ্রামীণ কমিউনিকেশন্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সালাম। তিনি বলেন, প্রতিষ্ঠানে ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুত হয়েছি। তাই আমরা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছি। তিনি আজ আদালতে হাজির না থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

অপরদিকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপমহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেছেন।

এমআই