উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল, ৭ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া রেল ক্রসিংয়ে এ দুঘটনা ঘটে। এ ঘটনায় পর সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলা বন্ধ রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটোওয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।

(জাস্ট নিউজ/ওটি/০৯৩২ঘ.)