দুদক চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন তাপস

দুদক চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন তাপস

সৌদি আরবের রাষ্ট্রীয় দু’টি তেল স্থাপনায় হামলা নিয়ে ইরানকে দোষারোপের বিরোধিতা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, যে কাজে ইরানের হাত ছিল না সে কাজের জন্য দেশটিকে দায়ী করা যথাযথ হবে না। অন্যায়ভাবে দায় চাপানোর প্রচেষ্টা হিতে বিপরীত ফল বয়ে আনতে পারে।

রাশিয়ার আরবি ভাষার নিউজ চ্যানেল ‘রুসিয়া আল-ইয়াওম’কে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন।

সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে যুদ্ধ চায় না মন্তব্য করে রুশ প্রেসিডেন্ট এক প্রশ্নের জবাবে বলেন, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের কেউই ইরানের সঙ্গে যুদ্ধ চায় না।

ইরানের পাশাপাশি আরব দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ করার আগ্রহ প্রকাশ করে পুতিন বলেন, আরবদের সঙ্গে ইরানিদের মতপার্থক্য নিরসনে সাহায্য করতে আমরা প্রস্তুত রয়েছি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন সৌদি আরব সফর রয়েছেন, তার আগ মুহূর্তে সাক্ষাৎকারটি প্রকাশিত হল।

এর আগে গত শনিবার রাশিয়ার নিউজ চ্যানেল রাশা টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে বৃহৎ শক্তি হিসেবে ইরানের প্রতি সম্মান দেখানোর জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, নিঃসন্দেহে ইরানের মতো শত শত বছরের পুরনো বৃহৎ শক্তির নিজস্ব কিছু স্বার্থ রয়েছে এবং তার প্রতি সব দেশের সম্মান প্রদর্শন করা উচিত।

এমজে/