ইসলামপুর থেকে ৫ কোটি টাকার চোরাই বন্ডেড ফেব্রিকস জব্দ

ইসলামপুর থেকে ৫ কোটি টাকার চোরাই বন্ডেড ফেব্রিকস জব্দ

রাজধানীর পুরনো ঢাকার ইসলামপুর থেকে প্রায় ৫ কোটি টাকার চোরাই বন্ডেড ফেব্রিকস জব্দ করেছে কাস্টমস। শুল্কমুক্ত সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র আমদানি করা এসব পণ্য, চোরাইপথে খোলা বাজারে বিক্রি করছিল।

রপ্তানির পরিবর্তে অবৈধভাবে ইসলামপুরের বিভিন্ন পাইকারী বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে এসব পণ্য।

সোমবার সন্ধ্যার পর পুরনো ঢাকার ইসলামপুরের গুলশান আরা সিটিতে অভিযান চালায় কাস্টমস বন্ড ঢাকা। প্রায় ৫ ঘণ্টার অভিযানে জব্দ করা হয় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অবৈধ বন্ডেড ফেব্রিক।

অভিযানে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় দাবি ব্যবসায়ীদের।

কাস্টমস বন্ড কমিশনারেটের এসি মো. আল আমিন জানান, ৫টি গোডাউন থেকে চোরাই প্রায় ৮০ টন কাপড় জব্দ করা হয়েছে। অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এ ঘটনায় মামলার প্রস্ততির কথা জানিয়েছেন কর্মকর্তারা।

এমজে/