এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে সরকারিতে সুযোগ পাবেন ৪ হাজার ৬৮ জন শিক্ষার্থী। আর বেসরকারিতে ৬ হাজার ৩৩৯ জন। পাসের হার পুরুষ ৪৬.৩১ শতাংশ ও নারী ৫৩.৬৯ শতাংশ।

মঙ্গলবার বিকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে ফল প্রকাশ করা হয়। ২১শে অক্টোবর থেকে সরকারি মেডিকেলে ভর্তি শুরু হবে।

গত শুক্রবারের ভর্তি পরীক্ষায় সারাদেশে ১৯টি কেন্দ্রের ৩২ স্থানে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবেদন করেছিলেন ৭২ হাজার ৯২৮ শিক্ষার্থী। আর অনুপস্থিত ছিলেন সাড়ে তিন হাজার পরীক্ষার্থী।।

এমজে/