পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে' শীর্ষ সন্ত্রাসী ক্যাসেট আমিনুল নিহত

পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে' শীর্ষ সন্ত্রাসী ক্যাসেট আমিনুল নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিনুল ইসলাম ক্যাসেট নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভুতগাড়ী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম পাঁচবিবি উপজেলার পিয়ারা গ্রামের মৃত শাহাবুল ইসলামের ছেলে। সে ভয়ঙ্কর অপহরণ ও মুক্তিপণ আদায়কারী হিসেবে এলাকায় পরিচিত ছিল। তাকে সবাই ক্যাসেট হিসেবে চিনত।

পাঁচবিবি থানা পুলিশ জানায়, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক কারবার, ছিনতাইসহ প্রায় এক ডজন মামলার আসামি আমিনুল। সে পলাতক ছিল। শুক্রবার রাতে উপজেলার ভুতগাড়ী এলাকায় ক্যাসেট দলবলসহ অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জড়ো হচ্ছিল। সংবাদ পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ক্যাসেট বাহিনী গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে গেলেও আমিনুল গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ গিয়ে দেখে সে মারা গেছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, মাদক-ছিনতাই-অপহরণের অভিযোগে দায়ের হওয়া প্রায় এক ডজন মামলার পলাতক আসামি ছিল ক্যাসেট। রাতে আমাদের কাছে তথ্য আসে— ভুতগাড়ী গ্রামে ক্যাসেট তার দল নিয়ে অপহরণের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে তারা গুলি ছুড়তে শুরু করে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

এমজে/