আইনজীবীদের বিচারের দাবিতে নয়াদিল্লিতে হাজারো পুলিশের বিক্ষোভ

আইনজীবীদের বিচারের দাবিতে নয়াদিল্লিতে হাজারো পুলিশের বিক্ষোভ

আইনজীবীদের বিচারের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে হাজার হাজার পুলিশ সদস্য বিক্ষোভ শুরু করেছেন। এদিকে, সারা দেশের পুলিশ কর্মকর্তারা দিল্লির বিক্ষোভরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন জানিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে নয়াদিল্লির পুলিশের সদর দফতরের বাইরে বিক্ষোভ শুরু করেন পুলিশ সদস্যরা। এসময় ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যরা কালো ব্যাজ ধারণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত শনিবার দিল্লি সাকেত জেলা আদালতে এক পুলিশ সদস্যের সঙ্গে একদল আইনজীবীর সংঘর্ষের পর তিস হাজারিতে পুলিশ-আইনজীবী সংঘর্ষ সৃষ্টি হয়। এ ঘটনায় কমপক্ষে ২০ পুলিশ সদস্য ও বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন এবং বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইনজীবীদের অভিযোগ, পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এদিকে, মঙ্গলবার সকাল থেকে আইনজীবীদের বিচারের দাবিতে নয়াদিল্লিতে সদর দফতরে ব্যাপক বিক্ষোভ শুরু করেন পুলিশ সদস্যরা।

একই ঘটনায় সোমবার আইনজীবীরাও ধর্মঘট পালন করেছিল। আইনজীবী ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষের বিষয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদন চেয়েছে।

এমআই