শাহজালালে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক দুই

শাহজালালে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক দুই

ঢাকা, ৯ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কোটি টাকার স্বর্ণের বারসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটক দুজন হলেন- কেরামত আলী (৫৮) ও লোকমান (৫৮)।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫.৮ কেজি (৩১টি বার) স্বর্ণ জব্দ করা হয়। এসব স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা জানিয়েছে, শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর ব্লেজার, জুতা ও মোবাইল কাভারের ভেতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩১টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বিমানের ফ্লাইটটি ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে বিকালে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে- আকাশপথে ব্যাংকক থেকে আগত কোনো যাত্রীর এ স্বর্ণ হস্তান্তর হয়েছে।

আটককৃতদের শুল্ক আইনে গ্রেফতার দেখিয়ে শুক্রবার ভোরে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

(জাস্ট নিউজ/ওটি/১১২৫ঘ.)