ঘূর্ণিঝড় ‘বুলবুল’; ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা

ঘূর্ণিঝড় ‘বুলবুল’; ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা

ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। বার বার দিক পাল্টাচ্ছে বুলবুল। ঘূর্ণিঝড়ের ফলে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। গতি আরও বাড়ার আশঙ্কাও আছে।

প্রতি ৬ ঘণ্টা পর ঘূর্ণিঝড় কেন্দ্রের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। তাই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাত উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় নেওয়া হচ্ছে সর্বোচ্চ সতর্কতা।

ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে বিভিন্ন মাত্রার বিপদসংকেত ঘোষণা করা হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। কক্সবাজারে ৪ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এমজে/