বুলবুলের প্রভাবে আজ সারাদিন বৃষ্টি

বুলবুলের প্রভাবে আজ সারাদিন বৃষ্টি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ রবিবার সারাদিন বৃষ্টিপাত হবে। আবহাওয়া অফিস বলছে, ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। এতে বড় ধরণে আঘাত না আসলেও দিনভর বৃষ্টিপাতের সাথে সাথে হালকা জলোচ্ছ্বাস হওয়া সম্ভাবনা রয়েছে।

এদিকে রাজধানীতে গতকাল সন্ধ্যা থেকেই টানা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সোমবার (১১ নভেম্বর) আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

ইতিমধ্যে, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ২১ লাখের ও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রগুলো আশ্রয় নিয়েছে। তাদের খাবার সরবরাহ করছে কর্তৃপক্ষ।

এমআই