ঢাকা লিট ফেস্টে এ কেমন নাচানাচি? (ভিডিও)

ঢাকা লিট ফেস্টে এ কেমন নাচানাচি? (ভিডিও)

বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা লিট ফেস্টের নবম আসরে বিদেশি নারীদের একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ‘বন্ধু তুই লোকাল বাস’ গানের সঙ্গে তাদের নাচতে দেখা গেছে।

সানওয়ার রাসেল নামের এক ব্যক্তি প্রথমে ভিডিওটি তার ওয়ালে পোস্ট করেন। এরপর মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

মোহাম্মদ মশিউর নামের একজন লিখেছেন, ‘দুঃখজনক, বাংলা একাডেমির মতো জায়গায় এসব কী হচ্ছে! এই যদি হয় কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের অবস্থা তাহলে তারা কী ধরনের লেখেন! বোঝাই যাচ্ছে!’

ড. ইয়াহ্ইয়া মান্নান লিখেছেন, ‘বিকৃত রুচির সমাহার...! এরাই আবার সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক...’।

দুনিয়ার মুসাফির লিখেছেন, ‘যত সব পাগলের সম্মেলন’।

শাকিল হাসান চৌধুরী লিখেছেন, ‘আরে! এটি কবিদের অনুষ্ঠান? আমিতো ভেবেছিলাম বিদেশি কোনো মুভির নাইট শো!’

ডালিয়া হোসাইন এক নারী লিখেছেন, ‘এটা কী? ঢাকা লিট ফিস্ট? ছি ছি ছি। ভাগ্যিস যাই নাই’।

র. ইসলাম শিমুল লিখেছেন, ‘এটা কার বিয়ের প্রোগাম?’

ফারহানা হোসাইন নামের একজন লিখেছেন, ‘আশ্চর্য ব্যাপার। একদম দেশটারেই লোকাল বাস বানায় ফেলছে। চেতনায় আগুন লেগে গেছে দেখি!’

তবে অনেকেই এই নাচের সমালোচনা করতে রাজি নন। তাদের ভাষ্য, অনুষ্ঠানের একটি টপিকের কারণেই এমন নাচানাচি হয়েছে।

সাদিয়া রহমান লিখেছেন, ‘যারা ট্রল করছেন উনাদের প্রাণবন্ত নাচ নিয়ে, তাদের বলি- লিট ফেস্টে তাদের ডিসকাসন টপিক ছিল ‘Ageing : The Secret of life’।

উনারা সেশনের শেষে এভাবে প্রাণবন্তভাবে নেচে এটায় প্রমাণ করেছেন, Age is just a number We need to live free।’

মোখলেছুর রহমান নামের এক ব্যক্তি বলেছেন, ‘তারা তাদের কালচার মেনে পোশাক পড়েছেন। এটা নিয়ে আমাদের যদি কিছু বলতে হয়, তাহলে তাদের সংস্কৃতির জায়গায় দাঁড়িয়ে বিচার করুন।

জবাবে নুর মুহাম্মদ লিখেছেন, ‘এটা সাহিত্যের সংস্কৃতি বলে মনে করছি না’।

বাংলাদেশকে তথা বাংলা ভাষা ও তার সাহিত্যকে বিশ্বের মঞ্চে তুলে ধরার প্রত্যয় ৭ নভেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল শুরু হয়। টানা তিন দিন সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় এ উত্সব চত্বর।

প্রতিবারের মতো এবারের উত্সবেও বিশ্বসেরা লেখক গবেষক, কবি ও সাহিত্যিকরা অংশ নেন। উত্সবে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশি এবং দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক ও রাজনীতিবিদ অংশ নেন।

এমজে/