বালিশকাণ্ডে গণপূর্তের দুই প্রকৌশলীসহ ৪ জনকে দুদকে তলব

বালিশকাণ্ডে গণপূর্তের দুই প্রকৌশলীসহ ৪ জনকে দুদকে তলব

পাবনার রূপপুর পরামাণু বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বিছানা, বালিশ ও আসবাব কেনাকাটায় দুর্নীতির ঘটনায় গণপূর্তের আরও দুই প্রকৌশলী ও দুই ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার তাদের তলবি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগ।

যাদের তলব করা হয়েছে তারা হলেন- রাজশাহী গণপূর্ত জোনের নির্বাহী প্রকৌশলী (স্টাফ অফিসার) তানজিলা শারমীন, গণপূর্ত বিভাগ পাবনার সহকারী প্রকৌশলী (স্টাফ অফিসার) মো. রুবেল হোসাইন, ঢাকার মিরপুরের সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তাদের মধ্যে নির্বাহী প্রকৌশলী তানজিলা শারমীন ও সহকারী প্রকৌশলী রুবেল হোসাইকে ১৪ নভেম্বর এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের ২০ নভেম্বর তলব করা হয়েছে।

প্রসঙ্গত, দুদকের তলবি নোটিশে দুই প্রকৌশলীর নাম উল্লেখ করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের নাম উল্লেখ করা হয়নি। এর আগে ৩ নভেম্বর গণপূর্তের ৩৩ প্রকৌশলীকে তলবি নোটিশ পাঠায় দুদক। এরই অংশ হিসেবে ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাদের।

এমজে/