খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের সাজানো রায় : ৫০১ চিকিৎসকের বিবৃতি

খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের সাজানো রায় : ৫০১ চিকিৎসকের বিবৃতি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া আদালতের রায় প্রত্যাখ্যান করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন দেশের ৫০১ জন চিকিৎসক। তারা এ রায়কে সরকারের সাজানো রায় বলে উল্লেখ করেছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো যুক্ত বিবৃতিতে স্বাক্ষর করেছেন, অধ্যাপক ডা. মিজানুর রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. সিরাজউদ্দিন আহমদ, অধ্যাপক ডা. বায়েছ ভূঁইয়া, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক ডা. এ এস এম এ রায়হান, অধ্যাপক ডা. ফিরোজা বেগম, অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. আজিজ রহিম, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. মোস্তক রহিম স্বপন, অধ্যাপক ডা. শামিমুর রহমান, অধ্যাপক ডা. গোলাম মঈনউদ্দিন, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, অধ্যাপক ডা. আব্দুল মান্নান মিয়া, অধ্যাপক ডা. সেলিনা খানমসহ ৫০১জন চিকিৎসক।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ আরো ৪ জনের বিরুদ্ধে সম্পূর্ণ অবৈধ, মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতের মাধ্যমে সাজা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ায় দেশজুড়ে ব্যাপক নিন্দার ঝড় বইছে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, ‘বিভিন্ন রাজনৈতিক দলসহ দেশের সাধারণ মানুষ বেগম জিয়ার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

‘উদ্বেগ জানিয়েছেন দেশি-বিদেশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। ইতোমধ্যে জাতিসংঘ, হিউম্যান রাইটসওয়াচসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও উদ্বেগ প্রকাশ করেছে।’

‘বর্তমানে ক্ষমতাসীন অত্যাচারী ফ্যাসিবাদী সরকার বার বার দেশের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত এবং গ্রহণযোগ্য নেত্রীকে রাজনীতি এবং নির্বাচন থেকে সরিয়ে রেখে একদলীয় স্বৈরশাসনকে চিরস্থায়ী করার লক্ষে অত্যন্ত নির্লজ্বভাবে সাজানো মামলায় সাজানো আদালতের মাধ্যমে এই রায় প্রদান করা হয়েছে।’

‘আমরা চিকিৎসকসহ সর্বস্তরের সকল পেশাজীবীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে, আপনারা দেশনেত্রীর বক্তব্য অনুযায়ী ধৈর্য্য সহকারে যার যার জায়গায় থেকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতনে এগিয়ে আসুন।’

সবশেষে বলা হয়েছে, ‘আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানসহ সকলের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি প্রদান করবে। অন্যথায় এর দায়-দায়িত্ব বর্তমান সরকারকেই বহন করতে হবে।’

(জাস্ট নিউজ/জেআর/২৩২০ঘ.)