বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সীমান্তে নারী-শিশুসহ আটক ৫৪

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সীমান্তে নারী-শিশুসহ আটক ৫৪

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে একজন পাচারকারী, তিন জন রোহিঙ্গা সদস্য সহ মোট ৫৪ জন নারী পুরুষকে আটক করেছে বিজিব সদস্যরা।

বুধবার সকালে বেনাপোলের সাদিপুর সীমান্ত ও দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের পর তাদের আটক করা হয়।

জানা গেছে, পাচারকারী দলের সদস্য আলমগীর হোসেন বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের আবুল কালামের ছেলে। আটককৃতদের বাড়ি বাগেরহাট নড়াইল, যশোর, খুলনা, বরিশাল, মাদারিপুর, ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায়।

অবৈধভাবে ভারত থেকে ফেরত আসাদের মধ্যে ৫ জন শিশু, ১৮ জন নারী ও ৩১ জন পুরুষ। এদের মধ্যে তিনজন রোহিঙ্গা নারী পুরুষ রয়েছে।

৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১ পাচারকারী সহ ৫ জনকে এবং শিকড়ী বটতলা নামক স্থান থেকে ২৫ জন নারী পুরুষকে আটক করা হয়। অপরদিকে দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার মোফাজ্জেল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়। আটককৃতদের অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়েবেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

এমজে/