দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেল সালমা খাতুনরা

দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেল সালমা খাতুনরা

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচেও স্বাগতিক নেপালের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

বুধবার পোখরায় টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। তবে বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে দাঁড়াতেই পারেননি নেপালি ব্যাটসম্যানরা। ফলে নেপাল নারী দলকে ৫০ রানে গুটিয়ে দেয় সালমা খাতুনরা।

৫১ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার মুরশিদা খাতুন ও আয়শা রহমানের দারুণ ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ। মুরশিদা ২৪ বলে ২৩ ও আয়শা ২২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে রাবেয়া খাতুন ৪ ওভারে ৮ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। পেসার জাহানারা আলম নেন দুই উইকেট। এছাড়া একটি করে উইকেট পান সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহিম খাতুন।

ম্যাচ সেরা হয়েছেন রাবেয়া খান।
দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।