ঘুষসহ সিভিল এভিয়েশনের কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষসহ সিভিল এভিয়েশনের কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষের এক লাখ টাকাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) কর্মকর্তা এইচ এম রাশেদ সরকারে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তার হওয়া রাশেদ সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালটেন্ট। লাইসেন্স যাচাই করে বাণিজ্যিক পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়ার জন্য প্রার্থীর কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নেন তিনি। এসময় দুদক তাকে উত্তরার বিএফসি রেস্টুরেন্ট থেকে হাতেনাতে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল এই ফাঁদ মামলা পরিচালনা করে।