বাংলাদেশ থেকে ফেরার সময় বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

বাংলাদেশ থেকে ফেরার সময় বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আবার একই কায়দায় নিজের দেশে ফিরে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তে এ ঘটনা ঘটে।

সাহেবের আলগা বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় আন্তর্জাতিক পিলার ১০৫২ (২এস) এর কাছে গুলিবিদ্ধ হন ওই ভারতীয় নাগরিক। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ভারতীয় ওই নাগরিক সাহেবের আলগা সীমান্তের ডিগ্রিরচরের চুলকানির খাল এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করছিলেন। এসময় জিরো লাইনের দেড়শ’ গজ ভারতীয় অংশে কাঁটাতারের কাছে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়। তবে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি গরু ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছিলেন। পরে একই পথে ভারতে ফেরার সময় বিএসএফ তাকে বাংলাদেশি ভেবে গুলি করে।

এদিকে খবর পেয়ে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের সাহেবের আলগা বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ বলেন, ‘নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানতে পেরেছি। সে জিরো লাইন থেকে দেড়শ’ গজ উজানে ভারতীয় অংশে কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আমরা বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠকে বসার ব্যবস্থা নিচ্ছি।’