টাকা ভাংতি না পেয়ে দোকানিকে কুপিয়ে জখম

টাকা ভাংতি না পেয়ে দোকানিকে কুপিয়ে জখম

৫ টাকার পান কেনার পর দোকানির কাছে ১শ’ টাকার নোট ভাংতি চান বাদল হোসেন নামের এক যুবক। কিন্তু ভাংতি না পেয়ে চাইনিজ কুড়াল দিয়ে ওই দোকানিকে কুপিয়ে জখম করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

এসময় ঠেকাতে গেলে দোকানির মা ও বোনকেও পেটানো হয়।

শনিবার রাত ৮টার দিকে মেহেরপুরের গাংনী বাজারস্থ জাকির হোসেন স্টোরে এ ঘটনা ঘটে।

দোকানি শহিদুল ইসলাম বলেন, গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভিটাপাড়া এলাকার বাদল হোসেন আমার কাছ থেকে একটি ৫ টাকা মূল্যের পান কেনার পর ১শ’ টাকার নোট দেন। টাকা ভাংতি নেই জানানো হলে সে আমার সঙ্গে তর্ক শুরু করে দেন। এক পর্যায়ে সে তার ছোট ভাই প্রিন্সকে ডেকে আনে। পরে দু’জনে মিলে আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কোপাতে থাকে। এসময় আমার চিৎকার শুনে মা ও বোন ছুটে আসলে তাদেরও পেটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী বাদল হোসেন ও প্রিন্স হামলার পর স্থানীয়রা ধাওয়া করলে কুড়ালটি ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় কোপানোর কাজে ব্যবহৃত চাইনিজ কুড়ালটি উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত দুই সহোদরকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এমজে/