যুদ্ধাপরাধ: টিপু সুলতানের ফাঁসি

যুদ্ধাপরাধ: টিপু সুলতানের ফাঁসি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর মো. আবদুস সাত্তার ওরফে টিপু সুলতান ওরফে টিপুকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এরআগে গতকাল মঙ্গলবার রায়ের জন্য এ দিন ধার্য করেন বিচারকরা।

প্রসিকিউটর হিসেবে আদলতে ছিলেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম।

প্রসিকিউশন ও আসমি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ১৭ অক্টোবর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিল ট্রাইব্যুনাল।

গত বছরের ২৭ মার্চ এ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। এরপর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে একই বছরের ৮ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।