সরকার যেন দেশের ক্ষতি না করে: সুলতানা কামাল

সরকার যেন দেশের ক্ষতি না করে: সুলতানা কামাল

নিজেদের ব্যবসা ও বিনিয়োগবান্ধব প্রমাণ করতে গিয়ে সরকারকে দেশের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামাল।

শুক্রবার সিলেটে পাথর শ্রমিকদের দোহাই দিয়ে পরিবেশ বিনষ্ট করে আবার পাথর উত্তোলনের পাঁয়তারার বিরুদ্ধে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সুলতানা কামাল। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশটির আয়োজন করা হয়।

সুলতানা কামাল বলেন, ‘বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে গিয়ে দেশকে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে কি না, সেদিকে সরকারের সজাগ দৃষ্টি প্রয়োজন। মানুষ ও প্রকৃতিকে রক্ষার সমন্বয় করেই সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিজেদের ব্যবসা ও বিনিয়োগবান্ধব প্রমাণ করতে গিয়ে সরকার যেন দেশের ক্ষতি না করে।’

এ সময় রামপালে প্রকল্প বাস্তবায়নকারী ‘ভেল’ কোম্পানির সমালোচনা করেন সুলতানা কামাল। সুলতানা কামাল বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ তাদের (ভেল কোম্পানি) পরিবেশবিরোধী আখ্যা দিয়ে বাতিল করলেও বাংলাদেশে কাজ করছে তারা। সেনেগালের মতো দেশও তাদের কাজ করতে দেয় না। কারণ, পরিবেশ বিধ্বংসী কাজের জন্য তাদের দুর্নাম রয়েছে।’

বাপা সভাপতি বলেন, ‘সিলেটের বিভিন্ন স্পট থেকে পরিবেশ বিধ্বংসী উপায়ে পাথর উত্তোলনের জন্য পাথরশ্রমিকদের দোহাই দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে এটি অজুহাত। সরকারের উচিত গুটিকয়েক পাথরশ্রমিকের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা।’

দেশ বিরোধী কোনো পেশাকে স্বীকৃতি দেওয়া যায় না উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আরও বলেন, ‘শুধু উপার্জনের ক্ষেত্র হিসেবে দেখলে চোর বা ক্যাসিনো পরিচালনাকারীদেরও বৈধতা দিতে হয়।’

বাপা সিলেটের সমন্বয়ক আবদুল করিম কীমের পরিচালনায় সমাবেশে সিলেটে সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।