বিশ্ব ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় অংশ নেয়া ৩ বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তীব্র শীতের মধ্যে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া ইজতেমার প্রথম পর্বের প্রথম রাতেই তাদের মৃত্যু হয়। দুজনেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

মৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়া থানার বাসিন্দা মোহাম্মদ আলী (৭০) ও সিরাজগঞ্জের কাজীপুর থানার পাটাক এলাকার খোকা মিয়া (৬০)। শহিদুল ইসলাম (৫০)।

বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া শহিদুল ইসলাম (৫০) নামে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। শহিদুল নওগাঁর আতরাই থানার পাইকার বড়বাড়ি এলাকার বাসিন্দা।

বিশ্ব ইজতেমার মুরুব্বি মো. মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, ইজতেমায় অংশ নেওয়া শহিদুল সকালে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এ নিয়ে গত দুই দিনে চারজন মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইয়াকুব আলী (৮৫), রাতে খোকা মিয়া (৬০) ও মোহাম্মদ আলী (৭০) মারা যান। তারাও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাগরিবের পর আম বয়ান শুরু করেন ভারতের মাওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলা। এরপর শুক্রবার বাদ ফজর আম বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ।