বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত শুরু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত শুরু

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় সাদপন্থিদের আখেরি মোনাজাত শুরু হয়েছে। মোনাজাত পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ জামশেদ।

গেল শুক্রবার শুরু হয় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই পর্বের বিশ্ব ইজতেমা।

এর আগে, গত ১০ থেকে ১২ জানুয়ারি একই স্থানে অনুষ্ঠিত হয় মাওলানা জোবায়েরপন্থিদের ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিতে শীতের বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাস, ট্রেন, এমনকি লম্বা পথ পায়ে হেঁটে ইজতেমাস্থলে জড়ো হয়েছেন লাখো মুসল্লি।

ইজতেমার জন্য বিশেষ ট্রেন চালু রয়েছে এবং প্রতিটি ট্রেন টঙ্গী রেলওয়ে জংশনে দুই মিনিট করে যাত্রাবিরতি করছে। ভোর থেকে বন্ধ রয়েছে বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুরের মীরের বাজার থেকে টঙ্গী, আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়কে যান চলাচল।

এদিকে, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য।

এমজে/