তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে বিচারপতি মানিকের করা রিট খারিজ

তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে বিচারপতি মানিকের করা রিট খারিজ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট কামরুল হক সিদ্দিকী।

অন্যদিকে, তাবিথ আউয়ালের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এবং ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী।

এরআগে রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক এ রিট আবেদন করেন। তাবিথ আউয়াল তার হলফনামায় তথ্য গোপন করেছেন বলে রিটে উল্লেখ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার, তাবিথ আউয়াল, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

গত ২৩শে জানুয়ারি নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তাবিথের প্রার্থিতা বাতিলের দাবি জানান শামসুদ্দিন চৌধুরী মানিক। এ সময় তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা দেন। কিন্তু নির্বাচন কমিশনে দেয়া ওই আবেদনে কোনো সাড়া না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।