সরকারি চাকরির আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন

সরকারি চাকরির আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে ‘সাধারণ চাকরি প্রার্থীগণ’ ব্যানারে মানববন্ধন করেন শতাধিক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারি চাকরিতে নবম গ্রেডের জন্য সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা, দশম গ্রেড ১৫০, ১১ থেকে ১৪ গ্রেড পর্যন্ত ১০০ এবং ১৫ থেকে ২০ গ্রেডের জন্য ৫০ টাকা নির্ধারণের দাবি জানান।

বর্তমানে নবম গ্রেডের জন্য এক হাজার টাকা, দশম গ্রেডের জন্য ৫০০ টাকা, ১৭ থেকে ২০ গ্রেড পর্যন্ত ২০০ টাকা আবেদন ফি ধরা হয়। ক্ষেত্রবিশেষে দশম গ্রেডেও এক হাজার টাকা এবং ১৩ থেকে ১৪ গ্রেডে ৭০০ টাকা আবেদন ফি ধার্য করতে দেখা যায়।

মানববন্ধনে নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করা মোহাম্মদ ইয়ামিন বলেন, ‘যেখানে উন্নত দেশে বেকারদের ভাতা দেওয়া হয়, সেখানে বেকার ভাতা দূরে থাক, আমাদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়ে আমাদের কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছে। আমাদের বেকার ভাতা লাগবে না। আমাদের একটাই দাবি, নিয়োগ আবেদন ফি কমাতে হবে।’

মোহাম্মদ ইয়ামিন আরো বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়োগ আবেদন ফি কমিয়ে আমাদের নিয়োগ পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার আবেদন করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসলিমা আক্তার বলেন, ‘আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, অনেকেই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। যেখানে আমাদের কষ্টের মধ্য দিয়ে দিন কাটছে এবং আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে, সেখানে এত টাকা দিয়ে নিয়োগ পরীক্ষার আবেদন করা আমাদের পক্ষে সম্ভব হয় না।’