আশকোনা থেকে ১৪ ফেব্রুয়ারি ছাড়া পাবেন চীন ফেরতরা

আশকোনা থেকে ১৪ ফেব্রুয়ারি ছাড়া পাবেন চীন ফেরতরা

চীন থেকে যাদের দেশে আনা হয়েছে তাদের শরীরে কারোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার তাদের আশকোনা ক্যাম্প থেকে ছেড়ে দেয়া হবে।

বুধবার সংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থমন্ত্রী।

এর আগে, করোনা ভাইরাসের কারণে চীনের উহান থেকে বাংলাদেশিদের ঢাকায় আনার পর আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনার বিষয় নিশ্চিত হওয়া জন্য তাদের সেখানে রাখা হয়। তাদের কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।

মরণঘাতী করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০৫ জনে। চীনের বাইরে ফিলিপিন্স ও হংকংয়ে দুই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১৩৮ জন। বিভিন্ন দেশ মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের থেকে কিছুটা কমেছে।

এমজে/