হাইকোর্টের কিছু কিছু রায় অত্যন্ত নিন্মমানের: আপিল বিভাগ

হাইকোর্টের কিছু কিছু রায় অত্যন্ত নিন্মমানের: আপিল বিভাগ

হাইকোর্টের কিছু কিছু রায় অত্যন্ত নিন্মমানের বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। আদালত জানান, যেই রায় বাস্তবায়ন করা সম্ভব নয় এমন রায় দিতে পারে না হাইকোর্ট।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নদী নিয়ে করা হাইকোর্টের রায়ের সমালোচনায় এমন মন্তব্য করেন আপিল বিভাগ।

আদালত জানান, যেই রায় বাস্তবায়ন করা সম্ভব নয় এমন রায় দিতে পারে না হাইকোর্ট। আপিল বিভাগে আসলে এই রায় পাল্টে দেবেন বলে আরো জানান প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ।

সরকার থাকতেও হাইকোর্টকে নির্বাহী বিভাগের কাজ করতে হয় বলেও ক্ষোভ প্রকাশ করেন আপিল বিভাগ। প্রশ্ন তুলেন, সরকারের কাজ যদি আমরা করি তাহলে সরকার কি করবে।