ডিএনসিসির মেয়র পদ শূন্য ঘোষণা

ডিএনসিসির মেয়র পদ শূন্য ঘোষণা

ঢাকা, ৪ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। ডিএনসিসির মেয়র আনিসুল হক মারা যাওয়ায় প্রেক্ষিতে সোমবার এ আদেশ জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম রাইজিংবিডিকে বলেন, মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করে আমরা বিজি প্রেসে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে এটি গেজেট আকারে প্রকাশ হবে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসাইন রাইজিংবিডকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রজ্ঞাপন জারির পর এ বিষয়ে এখন নির্বাচনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, মেয়র বা কাউন্সিলর পর শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

(জাস্ট নিউজ/ওটি/১৪৫০ঘ.)