২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু, ১১ করোনা রোগী শনাক্ত

নারায়ণগঞ্জ সিটি লকডাউন, নগরজুড়ে আতংক

নারায়ণগঞ্জ সিটি লকডাউন, নগরজুড়ে আতংক

মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে দেশে ১৮ জন করোনা রোগীর মধ্যে ১১ জনই নারায়ণগঞ্জ সিটি এলাকার বলে শানাক্ত করা হয়েছে এবং ২৪ ঘন্টায় এ জেলাতে ১ জনের মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় নগরজুড়ে আতংক বিরাজ করছে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন পুরো নারায়ণগঞ্জ সিটি লকডাউন ঘোষনা করেছে।

রবিবার দুপুরে ব্রিফিংয়ে ২৪ ঘন্টায় দেশে ১৮ জন করোনা রোগী শানাক্ত ও ১ জনের মৃত্যুর ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনায় মৃত ব্যক্তির বয়স ৫৫। তিনি নারায়ণগঞ্জের অধিবাসী। এর আগেও এ জেলাতে একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিলো। এ নিয়ে নারায়ণগঞ্জ জেলাতে মোট মৃতের সংখ্যা ২ জন।

এদিকে আইইডিসিআর’র দিক নির্দেশনায় জেলা প্রশাসন পুরো সিটি এলাকায় লকডাউন শুরু করেছে। ফতুল্লা, সিদ্দিরগঞ্জ ও সদর থানা এলাকায় ৮ শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টে করে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।