ফের যুক্তরাষ্ট্রের ৩২২ জন নাগরিক নিয়ে ঢাকা ছাড়ল বিশেষ ফ্লাইট

ফের যুক্তরাষ্ট্রের ৩২২ জন নাগরিক নিয়ে ঢাকা ছাড়ল বিশেষ ফ্লাইট

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) মহামারীর পটভূমিতে ৩২২ জন আমেরিকানকে নিয়ে রবিবার বিকাল ৫টা ২২ মিনিটে ঢাকা ছেড়েছে কাতার এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইট।

এই ফ্লাইটে পোষা দু’টি কুকুর ও একটি বিড়ালও গেছে বলে জানা গেছে।

জানা গেছে, বিশেষ ওই ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের দোহায় যাবে। সেখানে কিছু সময় অবস্থানের পর ওই ফ্লাইট ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করবে।

এটি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশেষ ফ্লাইট। গত সোমবার প্রথম ফ্লাইটে ২৬৯ জন আমেরিকান বাংলাদেশ ছেড়েছেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেছেন, যারা স্বেচ্ছায় ফিরতে চাচ্ছেন তাদের তারা সহযোগিতা দিচ্ছেন।

এর আগে গত ২৪ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দেশটির ২৩০ জন এবং ২৫ মার্চ ড্রুক এয়ারের দু’টি ফ্লাইটে ভুটানের ১২৪ নাগরিক বাংলাদেশ ছেড়ে গেছেন। গত বৃহস্পতিবার বিশেষ ফ্লাইটে ৩২৭ জন জাপানি বাংলাদেশ ছেড়ে জাপানে ফিরে গেছেন।