পোশাক শ্রমিকদের ৪ দাবি

পোশাক শ্রমিকদের ৪ দাবি

গার্মেন্টস কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধসহ ৪টি দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এক যৌথবিবৃতিতে এ দাবি জানায়।

দাবিগুলো হলো- করোনার প্রকোপ থাকাকালীন শ্রমিকদের পূর্ণ বেতন-ভাতা অব্যাহত রাখা, লে-অফ, ছাঁটাই বা চাকরিচ্যুতি বন্ধ করা ও অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা।

যৌথবিবৃতিতে বলা হয়, দেশের অধিকাংশ গার্মেন্টস কারখানায় শ্রমিকদের মার্চ মাসের বেতন-ভাতা বাকি রয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অবিলম্বে দেশের সব গার্মেন্টস কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।