স্টেট ডিপার্টমেন্টের আইএস তালিকা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায় বাংলাদেশী গ্রুপ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায় বাংলাদেশী গ্রুপ

স্টেট ডিপার্টমেন্ট সংবাদদাতা, ২৭ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪০ জন জঙ্গি নেতা ও ১৩টি দেশে তাদের গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। যার মধ্যে রয়েছে বাংলাদেশি গ্রুপও।

মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রেরিত এক বিবৃতিতে এই তালিকা প্রকাশ করা হয়।

জাস্ট নিউজে পাঠানো ওই বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, ২০১৪ সালের আগস্টে বাংলাদেশী একটি গ্রুপ আইএসের সঙ্গে জোট বাধে। ২০১৫ সালের সেপ্টেম্বরে ইটালিয়ান একজন নাগরিককে হত্যা করে ওই জোটের সংঘবদ্ধ চক্র। তখন থেকে এ জঙ্গি গোষ্ঠী দেশজুড়ে সংঘটিত নানা হামলার দায় স্বীকার করে আসছে। ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার হলি আর্টিজান বেকারীতে ভয়াবহ হামলা চালিয়ে ২২ জন্যকে হত্যার দায় স্বীকার করেছে ওই জঙ্গি গোষ্ঠী।

বাংলাদেশ ছাড়াও মিশর, রাশিয়া, ফিলিপিন্স, সোমালিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, ইয়েমেন, আলজেরিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও তিউনিসিয়ার ১৩টি গোষ্ঠীকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে মর্মে বিবৃতিতে উল্লেখ করা হয়।

(জাস্ট নিউজ/একে/২২৪০ঘ.)