সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আঞ্জুরা বিবি (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

নিহত আঞ্জুরা উপজেলার নারকিলা গ্রামের মঈন উদ্দিনের স্ত্রী।

শনিবার রাতে শাল্লা থানার ওসি মো. আশরাফুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেরিওয়ালার নিকট হতে কাপড় কেনার বকেয়া পাওনা (লেনদেন) নিয়ে গ্রামের দু’পক্ষের সংঘর্ষে ওই নারী নিহত হয়েছেন।

সন্ধ্যায় নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, শনিবার দুপুরে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামে কাপড় বিক্রেতা এক ফেরিওয়ালা ফেরি করে কাপড় বিক্রয় করতে যান।

ওই ফেরিওয়ালার কাছে আগের কাপড় কেনার বকেয়া লেনদেনকে কেন্দ্র করে নারকিলা গ্রামের খালেক মিয়া ও মাইন উদ্দিন গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এ দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রতিপক্ষের লোকজনের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে মাইন উদ্দিনের স্ত্রী আঞ্জুরা বিবিসহ বেশ কয়েকজন জখম হন।

গ্রামবাসী ও স্বজনরা আঞ্জুরাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমজে/