খুলনায় ‘করোনা উপসর্গ নেই’ এমন সনদ দিয়ে প্রতারণা!

খুলনায় ‘করোনা উপসর্গ নেই’ এমন সনদ দিয়ে প্রতারণা!

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ‘করোনা উপসর্গ নেই’ সনদ প্রদানের নামে প্রতারণার অভিযোগে হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী আরিফুল ইসলামকে জরিমানা করা হয়েছে।

রবিবার ভ্রাম্যমাণ আদালতে তাকে ৭ হাজার টাকা জরিমানা করেন। তিনি যশোর অভয়নগর এলাকার আফজাল মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, খুলনার রেলওয়ের প্রায় ৬০ জন কর্মচারী ‘করোনা উপসর্গ নেই’ সনদ নিতে হাসপাতালে এলে ফ্লু কর্নারের সিকিউরিটি গার্ডের দায়িত্বে থাকা আরিফুল ইসলাম তাদের প্রত্যেকের নিকট থেকে একশ’ টাকা হারে আদায় করে।

পরে বিষয়টি প্রকাশ পেলে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৭ হাজার টাকা জরিমানা করেন। জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এই অর্থ দণ্ড প্রদান করেন।

হাসপাতালের করোনা ইউনিটে দায়িত্ব পালন করায় সংক্রমণের আশংকায় তাকে কারাদণ্ড দেওয়া হয়নি বলে পুলিশ জানিয়েছে।