গভীররাতে ৬ ভ্যানে ‘সরানো হচ্ছিল’ ৬১ বস্তা সরকারি চাল

গভীররাতে ৬ ভ্যানে ‘সরানো হচ্ছিল’ ৬১ বস্তা সরকারি চাল

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা (৩ হাজার ৫ কেজি) চাল জব্দ করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া এলাকা থেকে রবিবার দিবাগত রাত ২টার দিকে এ চালগুলো জব্দ করা হয়।

জানা গেছে, ছয়টি ভ্যানে করে ভদ্রঘাট থেকে জামতৈল নিয়ে যাওয়া হচ্ছিল চালগুলো।

এ বিষয়ে ভদ্রঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বর রুহুল আমিন জানান, ভদ্রঘাট এলাকা থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ৬টি ভ্যান জামতৈলের দিকে যাচ্ছিল। এ সময় নান্দিনা কামালিয়া এলাকায় পৌঁছালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তা আটক করে।

পরে পুলিশ সেখান থেকে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারি চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির হওয়ায় তা জব্দ করা হয়। এ চালগুলো কোথা থেকে এলো ও কোথায় যাচ্ছিলো সে ব্যাপারে তদন্ত চলছে।

তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।