ট্রেন থামিয়ে তেল চুরির সময় হাতেনাতে ধরা লোকোমাস্টারসহ ৩ জন

ট্রেন থামিয়ে তেল চুরির সময় হাতেনাতে ধরা লোকোমাস্টারসহ ৩ জন

পার্বতীপুরে তেলবাহী ট্রেন থামিয়ে ইঞ্জিনের তেল চুরির সময় লোকোমাস্টারসহ তিন জনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের চুরি করা ২১০ লিটার ডিজেলও জব্দ করা হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পার্বতীপুর স্টেশনের তিন কিলোমিটার দক্ষিণে হলদিবাড়ী রেলগেট এলাকায় তেল চুরির সময় লোকোমাস্টার মো. সেলিম, সহকারী লোকোমাস্টার উজ্জল হোসেন ও তেল চোরাকারবারী হাসান আলীকে আটক করে আরএনবি।

আরএনবি পার্বতীপুর কার্যালয়ের সিআই (সাধারণ শাখা) এমদাদ হোসেন জানান, খুলনা থেকে তেল নিয়ে লরিটি (কেপি-৭ আপ) পার্বতীপুর আসছিল। পার্বতীপুর স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হলদিবাড়ী রেলগেট এলাকায় থামিয়ে ইঞ্জিন (ইঞ্জিন নং ৬৩১২) থেকে তেল পাচার শুরু করেন চালক ও তার সহকারী। অভিযান চালিয়ে চুরির তেলসহ তিন জনকে হাতেনাতে ধরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে আনা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা শাখার সিআই নুরুন্নবী।