বেতন-বোনাসের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন-বোনাসের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন-বোনাসের দাবিতে রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি পোশাক কারখানার কয়েকশ’ শ্রমিক বিক্ষোভ করছেন। তারা সড়ক অবরোধ করে শতভাগ বোনাস ও বকেয়া বেতনের দাবি জানাচ্ছেন।

মঙ্গলবার সকালে ওই এলাকার ওপেক্স গ্রুপের একটি গার্মেন্টসের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়কে চলে আসেন। এর আগে তারা সোমবারও বিক্ষোভ করেন।

সড়ক অবরোধপোশাক কারখানারটির একজন শ্রমিক মিজান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দুই মাসের ও ঈদের বোনাস বাকি। কিছুই দেয়নি এখনও। আমরা জানতে পেরেছি, একমাসের বেতন ও বোনাসের অর্ধেক করে দেওয়া হবে। তাহলে আমরা চলবো কীভাবে? কীভাবে বাসাভাড়া দেবো, কীভাবে খেয়ে বাঁচবো? এজন্যই আমরা আন্দোলন করছি।’

তিনি বলেন, ‘শতভাগ বেতন-বোনাস না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা এখনও নিশ্চয়তা পাইনি।’

এদিকে পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর ১০ নম্বর থেকে ভাষানটেক সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

ফ্যাক্টরির ভেতরে বিক্ষোভরত শ্রমিকরাশ্রমিকরা এ সময় উত্তেজিত হয়ে সড়কের মোটরগাড়ি লক্ষ করে ইট ছোড়েন। তবে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে কারখানার সামনেই রেখেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম জামান বলেন, ‘পোশাক শ্রমিকরা তাদের শতভাগ বোনাসের দাবিতে আন্দোলন করছেন। আমরা বিষয়টি মালিক ও বিজিএমই'কে জানিয়েছি। সমাধানের চেষ্টা চলছে।’

মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়কের একপাশে শ্রমিকরা অবস্থান নিয়েছেন, অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে বলেও জানান ওসি।

এমজে/