মার্চে ডাকসু নির্বাচন

মার্চে ডাকসু নির্বাচন

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : আগামী বছরের মার্চে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বোর্ড সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে। এই নির্বাচন নিয়ে কাজ শুরু করার সম্মতি পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, এরই মধ্যে হলগুলোতে শিক্ষার্থীদের নতুন করে তথ্য হালনাগাদ করতে প্রাধ্যক্ষদের নির্দেশনাও দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজও শুরু হয়েছে।

ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। এ নির্বাচন নিয়ে বিভিন্ন ফোরামে কয়েকটা আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের তালিকা হালনাগাদ করার জন্য হল প্রাধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়টি প্রভোস্ট কমিটিকে বলা হয়েছে, সিন্ডিকেটকেও আজকে বলা হয়েছে। ২০১৯ সালের মার্চ মাসে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।

উপাচার্য বলেন, এগুলো কতগুলো নিয়ম-নীতির মাধ্যমে হবে। সেগুলো সুশৃঙ্খলভাবে করার লক্ষ্যে আমরা কাজ করছি। সিন্ডিকেটও সম্মতি দিয়েছে। আমরাও এ বিষয়টি নিয়ে ভালোভাবে কাজ করছি। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পরপরই হল ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার কাজ শুরু হবে।

ডাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমাদের কয়েকটি মিটিং হয়েছে। দ্রুত বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রসংগঠনদের নেতাকর্মীদের নিয়ে আলোচনা করা হবে।

(জাস্ট নিউজ/ওটি/১৫০০ঘ.)