নেত্রকোনায় জজ-ম্যাজিস্ট্রেট-মৎস অফিসার-ব্যাংকারসহ ২২ জন করোনায় আক্রান্ত

নেত্রকোনায় জজ-ম্যাজিস্ট্রেট-মৎস অফিসার-ব্যাংকারসহ ২২ জন করোনায় আক্রান্ত

নেত্রকোনায় জেলা দায়রা জজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অফিসার ও ৮ জন ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের অধিকাংশই সরকারি চাকরিজীবী।

শুক্রবার রাত সাড়ে ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে চার জন করে মদন ও সদর উপজেলায়, কেন্দুয়ায় ১১ জন, মোহনগঞ্জে দুইজন ও পূর্বধলা উপজেলায় একজন রয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯৯ জন। এর মধ্যে পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮ জন এবং মৃত্যু হয়েছে দুইজনের।

সূত্র জানায়, এদিন ১৫৭টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে সদর উপজেলায় একজন করে জেলা দায়রা জজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কারাগারের গাড়ি চালক ও সদর হাসপাতালের কর্মী।

পূর্বধলায় আক্রান্ত একজন হলেন উপজেলার মৎস্য কর্মকর্তা। কেন্দুয়া উপজেলায় ১১ জনের মধ্যে সোনালী ব্যাংকের চারজন ও রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা আছেন। একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক এবং একজন করে আরামবাগ, পেমই, বাট্রা, বৈখেরহাটি ও দলপা রামনগর গ্রামের বাসিন্দা।

মদন উপজেলায় সোনালী ব্যাংকের তিন কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী করোনায় আক্রান্ত হয়েছেন।

মোহনগঞ্জে শনাক্ত দুইজনের মধ্যে রয়েছেন উপজেলা হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান ও স্বাস্থ্য কর্মী পরিবারের একজন সদস্য।

এমজে/